নিরীহ ১০ কাশ্মীরি হত্যা করেছে ভারতীয় বাহিনী; পাকিস্তানের নিন্দা
গত সপ্তাহে ১০ নিরীহ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। এছাড়া সম্প্রতি ১৪০০ কাশ্মীরিকে আটকের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে পাকিস্তান।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছিম ইফতিখার আহমেদ দাবি করেন, নিহতদের লাশ পরিবারের কাছেও হস্তান্তর করেনি তারা। গত কয়েকদিন ধরে উত্তপ্ত ভারত অধিকৃত কাশ্মীর।
উপত্যাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার দাবি করে আসছে ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনীদের সঙ্গে গোলাগুলিরও খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন অস্ত্রধারী প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শুধু গত সপ্তাহেই ভুয়া এনকাউন্টার ও তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে ভারতীয় বাহিনী। এতে বেশ কয়েকজন কাশ্মীরি শহীদ হন। ভিত্তিহীন অভিযোগে অনেককে ধরে নিয়ে কারাগারে বন্দি করেছে। এমন কর্মকর্তা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পাকিস্তানের মুখপাত্র আছিম ইফতিখার।
কাশ্মীরে মানবাধিকার লংঘিত হচ্ছে উল্লেখ করে বিশ্ব স¤প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহŸান জানিয়ে আসছে ইসলামাবাদ। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করে মোদি সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় উপত্যকার বাসিন্দারা। তাদের দমাতে ভারত অধিকৃত কাশ্মীরে ১০ লাখের মতো সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করে দেশটির সরকার।
সূত্রঃ এক্সপ্রেস ট্রিবিউন।