বিবিধ
নির্বাচনী প্রচারের সেলফি তুললেন আতিক
ঢাকা উত্তর সিটিতে নির্বাচনী প্রচারের সময় কর্মীদের সঙ্গে সেলফি তুললেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।
শনিবার দুপুরে মিরপুরের শাহ আলী মাজারের সামনে কর্মীরা তাকে সেলফি তোলার জন্য অনুরোধ করেন। পরে তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং কুশলবিনিময় করেন।
এ সময় কর্মীরা ‘এগিয়ে যান আতিক ভাই, আমরা আছি আপনার সঙ্গে’, ‘তোমার আমার মার্কা, নৌকা মার্কাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে কর্মীদের উদ্দেশে সাবেক মেয়র আতিক বলেন, আগামী ৩০ জানুয়ারি ভোট দিয়ে নৌকার বিজয় নিয়ে আসতে হবে। আমি আবার নগরবাসীর সেবা করতে চাই। সুন্দর নগরী গড়তে চাই।