আন্তর্জাতিক
নির্বাচনে জয়ী হলে জেরুজালেমেই মার্কিন দূতাবাস রাখবো : বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারলে ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাস জেরুজালেমেই রাখার কথা জানিয়েছেন দেশটির ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
বুধবার তহবিল সংগ্রহের এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। এর আগে ২০১৭ সালে তেল আবিব থেকে দূতাবাসটি সরিয়ে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের বিরোধীতাও করেছেন বাইডেন।
তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির সিদ্ধান্ত গ্রহন ছাড়া এ দূতাবাস সরানো কিছুতেই উচিত হয়নি। তবুও সেটাই করা হয়েছে, খবর আলজাজিরা।