ভাইরাল

নেপালি যুবকের মাথা ন্যাড়া করে ‘জয় শ্রীরাম’ লিখে দিল ভারতীয়রা (ভিডিও)

বিতর্কিত ভূখণ্ডকে নেপাল তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার জেরে ভারতের সঙ্গে উত্তেজনা চলছে দেশটির। এরই মধ্যে কয়েক দিন আগে হিন্দুদের দেবতা রামের জন্ম উত্তর প্রদেশের অযোধ্যায় নয় বলে বিতর্ক উসকে দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিষয়টি নিয়ে বিতর্ক চলার মধ্যেই রামের জন্মস্থানের খোঁজে নেপালের খোঁড়াখুঁড়ি শুরু করেছে ওলি সরকার।

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে তারই ফল ভুগতে হলো এক নেপালি যুবককে। তাকে শারীরিকভাবে হেনস্থা করার পাশাপাশি মাথা ন্যাড়া করে সেখানে ‘জয় শ্রীরাম’ লিখে দিল উত্তর প্রদেশের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।

পাশাপাশি ওই যুবককে নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে স্লোগান দেওয়ানো ছাড়াও জয় শ্রীরাম বলতে ও ভারতের পক্ষে স্লোগান দিতে বাধ্য করে তারা।

ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য এর তীব্র নিন্দা করেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

যোগী আদিত্যনাথ তাঁকে উত্তর প্রদেশে বসবাসকারী নেপালের নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শাস্তি দেবেন বলেও আশ্বস্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

Back to top button