নোয়াখালীতে ধর্ষককে হাতেনাতে আটক
নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় বিধবা নারীকে (৩৯) ধর্ষণের সময় শ্রীবাস দেবনাথ (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতেই হাতিয়া থানায় ওই নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে শ্রীবাস দেবনাথকে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে ওই নারীর স্বামী মারা যান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রান্না করছিলেন। শ্রীবাস দেবনাথ রান্না ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে হাতেনাতে আটক করেন। পরে বিক্ষুব্ধ লোকজন তাঁকে পিটুনি দিয়ে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনার পর ওই নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।