নৌকা না পাওয়ায় মনোনয়ন বাণিজ্যের টাকা ফেরত চান প্রার্থী
ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে বাণিজ্যের অভিযোগ বহুবার সামনে এলেও তা অস্বীকার করে আসছে দলটি।
এবার সেই বিষয়টি সামনে আনলেন সরকারি দলের লক্ষ্মীপুর জেলার এক নেতা। আশরাফ উদ্দিন রাজন নামের এই নেতা ইউনিয়ন পরিষদ, ইউপি ভোটে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এ নিয়ে কথা বলেন আশরাফ উদ্দিন। তিনি বলেন, নৌকার মনোনয়ন দেওয়ার কথা বলে যেসব আওয়ামী লীগ নেতারা টাকা হাতিয়ে নিয়েছেন, তারা কিন্তু নৌকা দেন নাই। অথচ সেই টাকা ফেরত দিচ্ছেন না। তাদের কাছে আমি টাকা ফেরত চাই।
জেলার কমলনগরে চরকাদিরা ইউপি নির্বাচনে চেয়ায়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আশরাফ উদ্দিন। তার দাবি, দলীয় প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন তার কাছ থেকে অর্থ নিয়েছেলেন। কিন্তু শেষ পর্যন্ত নৌকার টিকেট না পেয়ে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আশরাফ। তিনি জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও কমলনগর আওয়ামী লীগের সদস্য।
উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল আমিনের নাম উল্লেখ করে আশরাফ উদ্দিন রাজন বলেন, তার কাছে টাকা ফেরত চাইলে ৫ লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন। আমি এই টাকা চাই না, মনোনয়ন দেওয়ার কথা বলে নেয়া আসল টাকা ফেরত চাই।
টাকা চাওয়ায় চাঁদাবাজি মামলার হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে মানুষ ঝাড়ুপেটা করবে। উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন আপনি, দলের কথা সত্য হলে মনোনয়ন বাণিজ্যের জন্য তার বহিষ্কার চাই। তবে এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা নুরুল আমিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।