পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী
লেবাননের প্রধানমন্ত্রী মোস্তফা আদিব পদত্যাগের ঘোষণা দিয়েছেন । দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) এক ভাষণে এ পদত্যাগের ঘোষণা দেন মোস্তফা আদিব ।
সরকার গঠনে বাধা, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন তা নিয়ে মতৈক্যে পৌঁছাতে না পেরে শপথ নেয়ার আগেই পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আদিব।
তিনি বলেন, নতুন মন্ত্রিসভা গঠন থেকে নিজেকে সরিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত। এর আগে গত ৩১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তাফা আদিব।
পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে ভাষণ দিয়ে আদিব বলেন, সরকার গঠন থেকে নিজেকে সরিয়ে নিলাম।
গেল ৪ আগস্ট বৈরুতে এক ভয়াবহ বিস্ফোরণে১৯০ জনের প্রাণহানি, ছয় হাজারের বেশি আহত হয়, এর পর থেকেই নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হয় লেবাননে।
এরপরই ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র চাপে পড়ে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আওন।
মোস্তাফা আদিব ২০১৩ সাল থেকে জার্মানিতে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে্ও দায়িত্ব পালন করেন ।
সরকারের পতন হলেও, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ভঙ্গুর লেবাননে এখন কে হবেন প্রধানমন্ত্রী সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।