পদ্মায় ধরা পড়লো বিরল প্রজাতির ডলফিন
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক ডলফিন। যা গাঙ্গেয় ডলফিন বা শুশুকও নামেও পরিচিত। বহুদিন পর পদ্মায় ডলফিনের দেখা পাওয়া গেছে বলা জানা গেছে।
সোমবার সকালে শরীয়তপুর জেলার সখিপুরের মোস্তফা মোল্লা নামক এক জেলের জালে ডলফিনটি ধরা পড়ে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডলফিনটির ছবি ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, জালে ধরা পড়ার পর জেলেরা বেশ কিছুক্ষণ গাঙ্গেয় ডলফিনটিকে নৌকায় রাখেন। এরপর ফোনে বেশকিছু ছবি তোলার পর সেটিকে আবার ছেড়ে দেয়া হয় নদীতে।
গাঙ্গেয় ডলফিনের দৈর্ঘ্য হয় মিটার দেড়েক। স্ত্রী প্রজাতিরা পুরুষের চেয়ে আকারে বড় গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্নফুলি, পদ্মা নদীতে এদের বাস। এক সময় নদীতে এদের প্রচুর দেখা গেলেও এখন সংখ্যা হাতে গোনা। তাই ‘বিলুপ্তপ্রায়’ তকমাটিও জুটেছে এদের কপালে।
গাঙ্গেয় ডলফিন এক সময় পাওয়া যেত গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে। এখন এটির মূল আবাস চট্টগ্রামের হালদা নদী। তবে সেখানেও মাঝে মাঝেই অকাল মৃত্যুর কবলে পড়ছে স্থানীয়ভাবে হুতুম বা শুশুক নামে পরিচিত এই প্রাণী।