পরীক্ষা কমালে করোনা কমে যাবেঃ ট্রাম্প
করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যার দিক থেকে দীর্ঘদিন থেকেই শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বেশ কয়েকবার জর্জরিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে প্রশ্নের উত্তর দিতে গিয়ে উল্টো বিতর্কিত মন্তব্য করে বসেছেন তিনি। তার ভাষ্যমতে, বেশি হারে নমুনা পরীক্ষা হচ্ছে বলেই এত আক্রান্ত বেরিয়ে আসছে। গতকাল বয়স্ক নাগরিকদের সহযোগিতাবিষয়ক একটি অনুষ্ঠানে আবারও বললেন, পরীক্ষার কমালেই করোনা কমে যাবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, বেশি হারে করোনা পরীক্ষা করাটা দুপাশে ধার দেওয়া তরবারির মতো। এতে দেশের খারাপ অবস্থাটা প্রকাশ্যে চলে আসে এবং তাতে প্রশ্নের মুখোমুখি হতে হয়। অন্যদিকে বেশি হারে পরীক্ষা করাটা ভালো, কারণ এতে প্রকৃত চিত্র বেরিয়ে আসে। আমরা যদি এখন পরীক্ষা বন্ধ দিই, তাহলে দেশ থেকে করোনাও চলে যাবে।
একইদিনে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা করা হয় সবচেয়ে উন্নত পদ্ধতিতে। তাই সংক্রমণ বেরিয়ে আসে অন্য দেশের তুলনায় বেশি। তাছাড়া নমুনা পরীক্ষার সংখ্যায়ও আমরা এগিয়ে। এসব কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরীক্ষা পদ্ধতি অন্য দেশের মতো দূর্বল হলে আমাদের আক্রান্তের সংখ্যাও কম হতো।
করোনা নিয়ে এর আগেও ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত মন্তব্য করেছেন। একবার বলেছিলেন, আক্রান্তদের শরীরে জীবাণুনাশক ঢুকিয়ে দিতে পারলেই করোনার জীবাণু মরে যাবে! যদিও পরে আবার বিষয়টাকে ‘ঠাট্টা’ বলে উড়িয়ে দিয়েছেন। এবার মন্তব্য করলেন নিজ দেশের সংক্রমণ নিয়ে।