পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ঢাকা সফররত পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সরকারের অনুমতি না নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের জাতীয় পতাকা প্রদর্শন করে অনুশীলন করে। এ ঘটনায় দেশটির ক্রিকেট দলের ২১ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিএমএম, আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। একই আদালতের বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন ।
আদেশে আদালত উল্লেখ করেন, সরকারের কোনো অনুমোদন নেই এ মামলা করার জন্য। তাই মামলা নেওয়ার আবেদন খারিজ করা হলো।
এর আগে আজ সফররত পাকিস্তান টিমের ২১ জন সদস্যের বিরুদ্ধে একই আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন। এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। একই সঙ্গে নথি পর্যালোচনা করে পরে আদেশ দিবেন বলে জানান বিচারক। পরে আবেদনটি খারিজ করা হয়।