রাস্তার ধারে ছনের ভেতর কাউকে গড়াগড়ি করতে দেখে এগিয়ে যান প্রাতভ্রমণে বের হওয়া বাওয়ার কুমারজানী গ্রামের মজিরন বেগমসহ তিন নারী। কাছে গিয়ে দেখতে পান পাগলী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। মজিরন বেগম পাগলীর কাছে গিয়ে দাইয়ের কাজটি করেন। কিছুক্ষণ পর পাগলী একটি কন্যা সন্তান প্রসব করেন।
এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পাগলী ও শিশুটিকে দেখতে ভিড় জমান।
ফুটফুটে শিশুর মায়াবী মুখ দেখে অনেকেই মমতায় আগলে নিতে কোলে তুলে নেন। কিন্তু কেউ আর শিশুটির বাবার পরিচয় দেননি। তারপরও সমাজ ব্যবস্থায় কেউ না কেউ পাশে থেকে সহযোগিতার হাত বাড়ায়।
এটাই হচ্ছে মানবতা।
বুধবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ৩৫ বছর বয়সের এক পাগলী কন্যা সন্তানের জন্ম দিয়ে মা হয়েছেন।
মজিরন বেগম বাচ্চাটিকে পাগলীর কাছে দিতে চাইলে সে দুরে সরিয়ে দেয়। স্থানীয় লোকজন সকাল ৯টার দিকে বাচ্চাটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের কাছে নিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরম মমতায় শিশুটিকে কোলে তুলে নিয়ে স্নেহ করেন। এক আবেগঘন পরিবেশে তিনি বাচ্চা শিশুটির দায়িত্ব নিয়ে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে পাঠান। পরে পুলিশের সহায়তায় পাগলীকে খুঁজে পেয়ে তাকেও কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এখন পাগলীটা প্রসূতি বিভাগে এবং শিশুটি শিশু বিভাগের নিবিড় পর্যবেক্ষণে আছে। মা ও বাচ্চা সুস্থ আছে বলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী আহসান জানিয়েছেন।
এদিকে পাগলী মা হয়েছে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক নারী-পুরুষ কুমুদিনী হাসপাতালে শিশুটিকে দেখতে ভিড় করছে। কেউ উৎসাহ নিয়ে শিশুটিকে দেখছে আবার কেউ শিশুটির দায়িত্ব নিতেও হাসপাতালে যাচ্ছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, পাগলীটি কবে মির্জাপুর এসেছে তা কেউ বলতে পারেনি। যে নারী বাচ্চাটিকে ইউএনও অফিসে নিয়ে এসেছে তারাও পাগলীকে এর আগে দেখেননি। নাম জিজ্ঞাসা করলে পাগলী তিনটি নাম বলেছে। হাসপাতালের রেজিস্টার খাতায় নাজমা। পরে আবার জিদলী এবং তিথি নামও বলেছে। বাবার নাম বলেছে মশিউর রহমান, বাড়ি বরিশাল। এর চেয়ে বেশি আর কিছু বলেননি। তবে হাসপাতালে রেখেই আমরা চেষ্টা করছি পরিচয় জানতে।
কুমুদিনী হাসপাতালের উপমহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক বলেন, ইউএনও মহোদয় পাগলী মা এবং নবজাতক শিশুটিকে হাসপাতালে পাঠান। মা ও শিশুটি এখন আমাদের তত্ত্বাবধানে আছে এবং তারা সুস্থ আছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, পাগলী ওই নারী সঠিকভাবে কথা বলছে না। আমরা তার সঠিক পরিচয় জানার চেষ্টা করছি। পরিচয় না পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।