Lead Newsআন্তর্জাতিক

নিউইয়র্কের নিজ ফ্ল্যাটে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম নৃশংসভাবে খুন

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে নৃশংসভাবে খুন হয়েছেন। নিউইয়র্ক পুলিশ ফাহিমের অ্যাপার্টমেন্ট থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা সার্জেন্ট কার্লোস নিভস নিউইয়র্ক ডেইলি নিউজকে বলেন, ‘ফাহিমের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি।’

ফাহিমের বোন তাঁর খোঁজ না পেয়ে ৯১১-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ফাহিম সালেহ গত বছর ২ দশমিক ২ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১৮ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকা) দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কেনেন।

১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তাঁর বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীতে। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে। তিনি বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ার অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা। ফাহিম নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরো দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =

Back to top button