পাবনায় বিএনপির নির্বাচন বর্জন, ভোট বাতিলের দাবি
অনিয়মের অভিযোগ এনে পাবনা-৪ আসনের উপ-নির্বাচন বর্জন করে ভোট গ্রহণ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ৷ নির্বাচনে ‘কারচুপি’র প্রতিবাদে তিনি নিজেও ভোট দেননি৷
শনিবার সকালে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন । তবে, ভোটার উপস্থিত কিছুটা কম রয়েছে।
আগের দিন প্রচার প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টি প্রার্থী রেজাউল করিম ব্যস্ত সময় কাটান।
নির্বাচন কমিশন জানিয়েছে, পাবনা-৪ ঈশ্বরদী ও আটঘরিয়া এই দুই উপজেলা, দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটকেন্দ্র ৮৪টি, মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১ শ’ ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৯৭ জন, নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৪১৫ জন।
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।