পাল্টে গেল নাম, ত্রাণ বদলে উপহার
চাঁদপুরে জেলা প্রশাসনের ‘ত্রাণ যাবে বাড়ি’ এ কর্মসূচির নাম পাল্টে হয়েছে ‘উপহার যাবে বাড়ি’। এ কর্মসূচির আওতায় এবার বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অসহায় পরিবারের কাছে এ উপহার পৌঁছে দেবেন জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা।
উপহার যাবে বাড়ির প্রথম দিন হটলাইনে মোট ১৫৫টি কল রিসিভ করা হয়েছে। যাচাই বাছাই শেষে ৭৫টি বিপদগ্রস্ত পরিবারকে স্বেচ্ছাসেবকদের মোটরসাইকেল ও অটোবাইকের মাধ্যমে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৮০টি পরিবারকে এ কর্মসূচির মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে।
অতিরিক্ত ডিসি (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, ডিসি মো. মাজেদুর রহমানের নির্দেশে ‘উপহার যাবে বাড়ি’ কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। এ কার্যক্রমে প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, ১ কেজি আটা ও ১টি হাত ধোয়ার সাবান।