Breakingফুটবল

পিএসজির সাথে মেসির চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন

প্যারিস সেন্ট জার্মেইয়ের(পিএসজি) সঙ্গে দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করলেন লিওনেল মেসি। উক্ত চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। চুক্তি সম্পন্ন হওয়ার পর একটি ভিডিও পোস্ট করে মেসিকে স্বাগত জানিয়েছে পিএসজি। অতঃপর মেসি “প্যারিস” লেখা একটি টি-শার্ট গায়ে দিয়ে দর্শকদের শুভেচ্ছার জবাব দিয়েছেন।

পিএসজির হয়ে ২০২৩ সাল পর্যন্ত খেলবেন মেসি। সব মিলিয়ে মেসির প্রতি বছরে আয় হবে ৩৫ মিলিয়ন ইউরো। এর আগে মেসি–পিএসজি চুক্তির সময়ের ব্যাপার বলে খবর প্রকাশ করেছিল লন্ডনভিত্তিক গণমাধ্যম দ্য আতলেতিকে। তারা জানিয়েছিল, “৪৮ ঘণ্টার মধ্যে মেসির সঙ্গে পিএসজির চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে।”
সেই খবরের ২৪ ঘণ্টা না যেতেই চূড়ান্ত ঘোষণা আসল। ন্যু ক্যাম্পের বিদায়ী ভাষণেও পিএসজির সঙ্গে কথা হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন। সেই আলোচনায় এবার আলোর মুখ দেখল।

মেসি–বার্সেলোনা চুক্তি না হওয়ার পর সবার চোখ ছিল তাঁর সম্ভাব্য নতুন ক্লাবের দিকে। ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম এক সঙ্গেই আলোচনায় এসেছিল শুরুর দিকে। কিন্তু ম্যনচেস্টার সিটি ঘোষণা দিয়েই মেসিকে দলে টানার দৌড় থেকে সরে যায়। পিএসজিই কেবল মেসির সঙ্গে দর-কষাকষিতে টিকে ছিল।

বার্সেলোনার সাথে চুক্তি স্বাক্ষর হওয়ার শেষ মুহূর্তে গেলো শুক্রবার রাতে হঠাৎ সবকিছু উল্টে যায়। বার্সেলোনা কর্তৃপক্ষ জানায়, “মেসি ও বার্সেলোনা দুই পক্ষই চুক্তি চূড়ান্ত করার ঐকমত্যে পোঁছানোর পরেও লা লিগার নীতিমালার কারণে মেসি ধরে রাখা সম্ভব হচ্ছে না”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 16 =

Back to top button