পুকুরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের
রংপুরের পীরগাছায় রাতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার পূর্বপরান গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, আজিজার রহমান নিজের পুকুরে মাছ চাষ করেন। সোমবার (১ জুন) দিবাগত রাত ১২টার দিকে ছেলে সুমনকে নিয়ে পুকুরে মাছ ধরতে যান তিনি। এ সময় কলাগাছের ভেলায় চড়ে পুকুরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
এদিকে রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের অন্য সদস্যরা তাদের খুঁজতে থাকেন। কিন্তু রাতভর তাদের কোনো সন্ধান পাননি তারা। পরে সকালে পরিবারের লোকজন পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।