পৃথিবীকে অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার আহ্বান জাতিসংঘ প্রধানের
বিশ্বকে অর্থনৈতিক মন্দার কবল থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, খবর ইউএন নিউজ।
তিনি বলেন, ‘আমরা যদি এখনই পদক্ষেপ না নেই তাহলে এমন এক বৈশ্বিক মন্দার মুখোমুখি হব যা দশকের পর দশকের উন্নয়নকে নিশ্চিহ্ন করে দিতে এবং টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডাকে পুরোপুরি নাগালের বাইরে নিয়ে যেতে পারে।’
কোভিড-১৯ মহামারিকালে ও পরে উন্নয়নে অর্থায়ন নিয়ে এক উচ্চ-পর্যায়ের অনুষ্ঠানে জাতিসংঘ প্রধান এ কথা বলেন।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, এ বৈশ্বিক সংকটে দেশগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশ্বব্যাপী ১১.৫ ট্রিলিয়ন ডলারের বেশি বরাদ্দ করা হয়েছে। কিন্তু এর সামান্য অংশই বরাদ্দ হয়েছে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে।
বিশ্বের গরিব দেশগুলোর সুবিধার জন্য জি২০ গ্রুপ ঋণ আদায় স্থগিত করার যে উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানান জাতিসংঘ প্রধান। কিন্তু তিনি বলেন, এ উদ্যোগে সংকট প্রশমনের ব্যবস্থা রাখা হয়নি।