আন্তর্জাতিক

পৃথিবীর যেকোনো স্থানে চীনের পরমাণু হামলার সক্ষমতা; উদ্বেগে যুক্তরাষ্ট্র

অদূর ভবিষ্যতে আমেরিকার ওপর আকস্মিক পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে চীন। বৃহস্পতিবার এই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন আমেরিকান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।

একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার জয়েন্ট চিফস অব স্টাফের বিদায়ী ভাইস চেয়ারম্যান জেনারেল জন হাইটেন বলেন, ‘আমি অনেক দিন ধরেই চীনের সামরিক আস্ফালন দেখে হতভম্ব হয়ে যাচ্ছি। যেভাবে তারা নিজেদের ক্ষমতা জাহির করছে, তা সত্যিই উদ্বেগজনক।’

এই সেনাকর্তা জানিয়েছেন, সম্প্রতি চীন একটি পরমাণু অস্ত্রবহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। হাইপারসনিক বা শব্দের থেকে পাঁচগুণ গতিবেগসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি চীন থেকে উৎক্ষেপিত হয়ে সারা পৃথিবীকে প্রদক্ষিণ করে চীনেই একটি পূর্বনির্ধারিত লক্ষ্যে আঘাত করে।

হাইটেনের কথায়, ‘এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির যা ক্ষমতা, তাতে পৃথিবীর যেকোনো দেশের যেকোনো লক্ষ্যে পরমাণু হামলা চালাতে পারবে বেইজিং। চীন সেটাই সারা বিশ্বের কাছে জাহির করল।’

চীন অবশ্য একাধিকবার দাবি করেছে, তাদের ভান্ডারে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নেই। যে দাবি মানতে নারাজ আমেরিকান সেনাকর্তা।

এ সপ্তাহের শুরুতেই একটি ভার্চুয়াল বৈঠকে বসেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। বাইডেনকে ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করে জিংপিং বলেন, ‘চীন ও আমেরিকার মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানো দরকার।’

বৈঠকের পরে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘দু’দেশের মধ্যে প্রতিযোগিতা যাতে বিরোধের চেহারা না নেয়, সে দিকে নজর রাখছেন দুই রাষ্ট্রনেতা।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =

Back to top button