আন্তর্জাতিক

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শরণার্থীদের বিক্ষোভ

ইরাক থেকে আগত শরণার্থীদের বেলারুশ হয়ে পোল্যান্ডে প্রবেশে বাঁধা দিয়েছে পোলিশ সীমান্তরক্ষীরা। এর প্রতিবাদে শরণার্থীরা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে বিক্ষোভ করছেন। গতকাল সোমবার শরণার্থীদের এই বিক্ষোভ শুরু হয়।

এদিকে পোল্যান্ড সরকার দাবি করছে, বেলারুশ ইচ্ছা করেই এই কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ সৃষ্টির জন্যই এই কাজ করছে বেলারুশ।

পোল্যান্ড সরকারের পক্ষ থেকে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে দেখা যায়, ইরাক থেকে আসা কুর্দি সম্প্রদায়ভুক্ত শরণার্থীদের বেলারুশের সৈন্যরা পথ দেখিয়ে পোল্যান্ড সীমান্তে নিয়ে যাচ্ছে। শরণার্থীদের হাতে বেড়া কাটার যন্ত্র ও সীমান্তরক্ষীদের সাথে লড়াই করার অস্ত্র রয়েছে।

পোল্যান্ড অভিযোগ করছে, এই যন্ত্র ও অস্ত্র বেলারুশই শরণার্থীদের কাছে সরবরাহ করেছে। সরবরাহ করা ভিডিও স্থানীয় সংবাদমাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করে পোল্যান্ড। তবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সোমবার শরণার্থীরা পোল্যান্ডে প্রবেশ করতে গেলে পোলিশ সীমান্তরক্ষীদের সাথে তাদের সংঘর্ষ হয়। পোলিশ সীমান্তরক্ষীরা প্রবেশ করতে চাওয়া শরণার্থীদের টিয়ার গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে সীমান্তের বেশ কিছু জায়গায় বেড়া ক্ষতি হয়েছে বলে জানায় পোল্যান্ড। সংঘর্ষের পর অবশ্য সীমান্তেই ক্যাম্প তৈরি করে অবস্থান নিয়েছেন শরণার্থীরা।

বেশ কিছুদিন থেকেই বেলারুশের বিরুদ্ধে পোল্যান্ডসহ অন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থী ঢুকিয়ে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টার অভিযোগ করা হচ্ছে।

বেলারুশের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত বছরের আগস্টে ষষ্ঠবারের মতো নির্বাচনে জয় লাভ করেন। বিজয়ী হওয়ার পর তিনি বিরোধীদের প্রতি দমন অভিযান শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের জেরে ইউরোপীয় ইউনিয়ন দেশটির সরকারের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার প্রতিশোধে শরণার্থী প্রবেশের পথ করে দিয়ে বেলারুশ ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা চাপে ফেলার পাঁয়তারা করছে বলে অভিযোগ করা হচ্ছে।

শুধু পোল্যান্ড নয়, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েনও একই অভিযোগ করেছেন। বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরো কড়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীও একই অভিযোগ করেছেন। পোল্যান্ডকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।জার্মানির বক্তব্য, শরণার্থীরা পোল্যান্ড দিয়ে জার্মানি ঢোকার চেষ্টা চালাচ্ছে।

এদিকে গত কয়েক মাস ধরেই শরণার্থীদের ঠেকাতে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে রেখেছে পোল্যান্ড। বেশ কিছু শরণার্থীকে সীমান্ত থেকে ঠেলে বেলারুশে ঢুকিয়েও দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, দুই দেশের রাজনৈতিক সংঘাতের মধ্যে সমস্যায় পড়ছেন শরণার্থীরা। প্রবল ঠান্ডায় জঙ্গলের মধ্যে তাঁবু বানিয়ে থাকতে হচ্ছে তাদের। বহু শরণার্থী অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানিয়েছে তারা।

সূত্র : ডয়চে ভেলে

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + three =

Back to top button