প্রকাশ হলো এইচএসসির ফল
দীর্ঘ প্রতিক্ষীত এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ঘোষণা দেয়া হয়।
ফল প্রকাশের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
তাৎক্ষণিকভাবে ফলাফলের বিষয়ে জানা যায়নি। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
করোনার কারণে ফলাফলকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হতে নিষেধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য শুধু মোবাইল ও অনলাইনের মাধ্যমে ফল জানা যাবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাঠানো হবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া সম্পূর্ণ নিষেধ। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। শুধু অনলাইনে এবার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষা কেন্দ্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফল পাঠানো হবে না। সুতরাং ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
এ ছাড়া অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফল পাওয়া যাবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।
যেভাবে মোবাইলে ফলাফল জানা যাবে
ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।
অনলাইনে ফল জানা যাবে যেভাবে
টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।