বিবিধ

প্রকাশিত হলো মাহবুব নাহিদের সম্পাদিত বই “হার না মানা ১০০ তরুণের গল্প”

তারুণ্য কোনো বয়স নয়, তারুণ্য হচ্ছে শক্তি, তারুণ্য হচ্ছে উদ্দীপনা। তারুণ্য সকল বাঁধা ডিঙিয়ে পৌঁছে যায় আপন লক্ষ্যে। তারুণ্য হার মানায় সকল অনিয়ম, অসংগতিকে, তারুণ্য পেরিয়ে যায় সকল নদী, পাহাড়, সমুদ্র।

তারুণ্য হাসতে হাসতে ছিনিয়ে নেয় বিজয়। তারুণ্য হারার আগে হারে তবু জেতার আগে জিতে যায়। তারুণ্য মানুষের পাশে দাঁড়ায়, তারুণ্য মেহনতি মানুষের কথা বলে, নীতির পক্ষে দাঁড়ায় আর সোচ্চার হয় দুর্নীতির বিপক্ষে।

এমন কিছু উদ্যমী তরুণদের জীবনের গল্প নিয়ে জনপ্রিয় লেখক মাহবুব নাহিদের সম্পাদনায় “হার না মানা ১০০ তরুণের গল্প” নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। বইটিতে সমাজকর্মী, লেখক, ডাক্তার, পুষ্টিবিদ, উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের উদ্যমী তরুণের গল্প রয়েছে। সেসব হার না মানা গল্প নতুনদের চলার পথের উপজীব্য হয়ে উঠবে, এই বিশ্বাস নিয়ে এই বইটির কাজ করা। বইটি করার জন্য বইয়ে স্থান পাওয়া তরুণরাসহ অমানসিক পরিশ্রম করেছেন সম্পাদক মাহবুব নাহিদ, সহযোগী সম্পাদক রেজাউল ইসলাম রেজা, প্রকাশক আব্দুল হাকিম নাহিদ।

বইটি ২ তারিখ শুক্রবার অমর একুশে বইমেলা ২০২১, ঢাকায় মোড়ক উন্মোচিত হয়।

বইয়ে যাদের লেখা স্থান পেয়েছে তারা হলেন সত্যজিৎ চক্রবর্তী,কাজী আসমা আজমেরী, ইসরাত করিম ইভ, ফাউন্ডার, মোঃ ছাবির হোসাইন, তাজবীর সজীব,তৃষিয়া নাশতারান, খালিদ ফেরদৌস, শেখ মোহাম্মাদ ইউসুফ হোসাইন, মোহাম্মদ মহাসিন, শাহ রাফায়াত চৌধুরী, এস এম আহবাবুর রহমান (মুন্না), জাহিদ সৈকত,মোঃ রুবেল মিয়া নাহিদ,সাজিদ-বিন-জাহিদ (মিকি), মোঃ পলাশ মাহমুদ, ইয়াং লিডার, ডাঃ আশিষ কুমার মোদক, খায়রুল আলম, আজওয়া নাঈম, আতিফ আসাদ, প্রতিষ্ঠাতা,যাকি এস বারী, রেহনুমা করিম, সাজিয়া সুলতানা মিম,

আফরোজা নাজনীন, নিবরাছুল আলম পিএস, তাহিয়া ইসলাম, সানজিদুল আলম সিবান শান, ইসরাত খান মজলিশ,মোঃ এহসানুল মাহবুব লাব্বী, কানিজ ফাতিমা,বৃতি সাবরিন খান, দেবোজিৎ সাহা,দিল আফরোজ সাইদা, ইশরাত ইরিনা, জান্নাতুল মাওয়া, খাদিজা আহসান, শ্যামী ওয়াদুদ, সগীর হোসাইন খান, সৈয়দা সামারা মোরতাদা, শমী হাসান চৌধুরী, রেবেকা সুলতানা, মাহফুজা আফরোজ সাথী, স্বর্ণ ময়ী সরকার, মাসুমা মরিয়ম, লায়লা আহম্মেদ, সাকিয়া হক, মেজর জহিরুল, তাহিয়াতুল জান্নাত রেমি, মোঃ হেদায়েতুল আজিজ মুন্না, শারমিন কবীর, মোঃ রুবেল রানা,

আরিফা জাহান বিথী, প্রতিষ্ঠাতা, সোহানুর রহমান সোহান,রাণী চৌধুরী, আল আমিন, সোয়েবুল হাসান অভিক,জান্নাতুল ইলমী সূচনা, ইসরাত জাহান সালমা, যুবকর্মী, তরুণ উদ্যোক্তা, ইমিতা খানম ঐশী, শাহ পরান, সাবিনা ইয়াসমিন মাধবী,তানজিম রাব্বি, সাঈদ মাহাদী সেকেন্দার, রুবাইয়া পারভীন রীতি,জাবেদ নূর শান্ত, আরাফাতুল ইসলাম আকিব, উম্মে শায়লা রুমকী, মাহফুজ ফারুক, শামীম আহমেদ মৃধা, ফাহাদ বিন বেলায়েত, রাওমান স্মিতা, মোহাম্মাদ লুৎফুল হাছান,মুরাদ আনসারী,নুসরাত জাহান তৃষা,কবি শাহীন রেজা রাসেল,

সাবিরা মেহেরিন, আনিকা সুবাহ আহমেদ উপমা, মায়মুনাহ ফারিয়া জাহান সুমাইয়া,মোঃ সাঈদ, তাসমিনা বেগম, কামরুজ্জামান রুবেল,সুমন চন্দ্র মিস্ত্রি সজিব,পাভেল সারওয়ার, সুমাইয়া জাফরিন চৌধুরী, লায়ন মোঃ আশরাফ আলী,মোঃ রিজুয়ান,জনি হোসেন কাব্য, সোয়েব সাদিক সজীব, পুষ্টিবিদ আয়েশা সিদ্দীকা,মামুন বিশ্বাস,ফাহিম খান,জনাব ভাস্কর ভট্টাচার্য্য, মোহাম্মদ জহিরুল ইসলাম,জান্নাতুল ফেরদৌস মুক্তা , আছিয়া খালেদা নীলা, আরিফুল ইসলাম শাহাব, মোঃ আদনান হোসেন, শাকিলা ইসলাম, নাহিদা আক্তার, সেন্ড্রা রুমি মধু এবং আবদুল হাকিম নাহিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =

Back to top button