Lead Newsধর্ম ও জীবন

প্রতিমা বিসর্জনকালে শোভাযাত্রা না করার নির্দেশ

শারদীয় দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে কিছু নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে যাওয়া, যতোটা সম্ভব পূজামণ্ডপের সংখ্যা কমিয়ে রাখা এবং প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

পূজমণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আজ রোববার মন্ত্রণালয়ের সভাপক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- পূজামণ্ডপে প্রবেশের সময় কভিড-১৯-এর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, হাত ধোয়া ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা এবং মাস্ক পরিধান বাধ্যতামূলক করা। 

পূজামণ্ডপের সংখ্যা যথাসম্ভব কমিয়ে রাখার জন্যও সভা থেকে অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। 

এর বাইরে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ডিউটিতে থাকবে। পূজামণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেলে লাইভ প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশনা সংবাদ মাধ্যমে প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে । পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসনের ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eleven =

Back to top button