‘প্রথম চালানেই ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে’
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। প্রথম চালানেই ৫০ লাখ ডোজ আসবে বলেও জানান স্বাস্থ্যের এই ডিজি।
খুরশীদ আলম জানান, এর দুদিন পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যার হাউজ থেকে তা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে করোনার ভ্যাকসিন বিষয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে সংস্থাটি।
উল্লেখ্য, গত নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়। জানা গেছে, এরইমধ্যে করোনার টিকা পরিবহনের জন্য কয়েকটি গাড়ি আমদানি করা হয়েছে। এছাড়া, বিশেষায়িত কুল বাক্স আনা হবে। ঢাকায় একটি কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে।