Lead Newsআন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর জন্মদিনে ভারতের বিশেষ উপহার

আজ (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে উপহার ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার নিয়ে এসেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস। নরেন্দ্র মোদির পক্ষ থেকে রিভা গাঙ্গুলি নিজ হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার তুলে দিয়ে জন্মদিনের অনেক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে এক বিশেষ উপহার পাঠিয়েছেন প্রতিবেশী বন্ধু দেশের প্রধানমন্ত্রী মোদী। ১৯৭২ সালের মার্চ মাসে ভারত সফরে গিয়েছিলেন শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনার জন্মদিনে তাঁরই পিতার ভারত ভ্রমণের বিশেষ কিছু ভিডিও এবং ছবি উপহার স্বরূপ তুলে দেওয়া হল তাঁর হাতে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গান্ধী ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। সে ঘটনা ইতিহাসের পাতায় আজও স্মরণীয় হয়ে আছে। বঙ্গবন্ধুর সাথে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সুসম্পর্ক সর্বজনবীদিত। সেই বিশেষ সময়কার কিছু দুর্লভ মুহূর্তের ছবি এবং ভিডিও শেখ হাসিনার জন্মদিনে তাকে উপহার স্বরূপ পাঠালেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোদী।

শেখ হাসিনার জন্মদিনে তাকে এই দুর্লভ উপহার পাঠানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক সম্পর্কেরও প্রশংসা করেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব কালে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 5 =

Back to top button