তথ্যপ্রযুক্তি

প্রযুক্তিতে উন্নত জাতি গঠন করতে চাই: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সরকার প্রযুক্তিতে উন্নত একটি জাতি গঠনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তা বাস্তবায়নের ক্ষেত্রে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ পেতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সঠিকভাবে ব্যবহারের তাগিদ দেন মন্ত্রী।

সোমবার (১ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এসব বলেন। বেসরকারি মোবাইল সেবা বাংলালিংক ও গুগল এই প্রেস কনফারেন্সের আয়োজন করে। তরুণদের কর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে বাংলালিংক এবং গুগলের চাকরি ও ক্যারিয়ার গঠনভিত্তিক অ্যাপ কর্ম জবসের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, গুগলের নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যুক্ত ছিলেন। এছাড়া এতে আরও যুক্ত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর এবং হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টিনিবিলিটি আংকিত সুরেকা।

এই উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংকের কাস্টমার সেন্টারগুলোতে কর্ম জবসের বিশেষ সেবা রাখা হবে। সেখানে কর্ম জবসের প্রতিনিধিরা অ্যাপসটির মাধ্যমে কীভাবে চাকরির সন্ধান ও বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করতে হয় সে বিষয়ে চাকরিপ্রার্থীদের নির্দেশনা দেবেন। এছাড়া সিভি, ইন্টারভিউ ও চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করবে কর্ম জবস।

বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, আমরা মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির তথ্য ও প্রশিক্ষণের সুযোগ দেয়া গেলে দেশের সার্বিক কর্মসংস্থান পরিস্থিতি আরও অগ্রসর হবে। সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক তরুণদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্ম জবসের সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আরও বেশিসংখ্যক চাকরি প্রার্থী প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজেদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবে।

গুগলের নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল কনফারেন্সে যোগ দিয়ে বলেন, কর্ম জবসের সঙ্গে এই অংশীদারিত্বের জন্য আমি বাংলালিংককে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের কার্যক্রমকে দেশের নানা প্রান্তের চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে অবস্থিত কর্ম জবসের কিয়স্কের মাধ্যমে আরও বেশিসংখ্যক চাকরিপ্রার্থী ও চাকরিদাতাকে আমরা সাহায্য করতে সক্ষম হবো। তারা আমাদের প্ল্যাটফর্মের জব সার্চিং, আপস্কিলিং ও ট্রেনিং ফিচারগুলোর মাধ্যমে উপকৃত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =

Back to top button