Lead Newsশিক্ষাঙ্গন

প্রশ্ন ও উত্তরপত্র প্রস্তুত; সিদ্ধান্ত হলেই নেয়া হবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার জন্য প্রশ্ন ও উত্তরপত্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধাপক মো. আব্দুল আলীম ।


শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হলে স্বাস্থ্যবিধি মেনে পরবর্তী ১৫ দিনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে চান শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভায় উপস্থিত হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান বোর্ড চেয়ারম্যানরা।


স্বাস্থ্যবিধি মেনে কী কী পদ্ধতিতে পরীক্ষা নেয়া যেতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এখন পাবলিক পরীক্ষা আগের মতো নেয়া সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে এক বেঞ্চে একজন বা দুজন করে পরীক্ষার্থী বসানো হবে, বলেন অধাপক আলীম ।

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে সবধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই এ পরীক্ষার আয়োজন করা হবে। সব শিক্ষা বোর্ডগুলোকে পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিতেও বলা হয়েছে।


এদিকে সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউক হক বলেন, জেএসসি পরীক্ষা বাতিল করা হলেও পরবর্তী ক্লাসে কীভাবে উত্তীর্ণ করা হবে সে বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়া হবে।

পরবর্তী ক্লাসে কীভাবে উত্তীর্ণ করা হবে সেব্যাপারে যাতে সমস্যা না হয় এ জন্য একটি গাইডলাইন তৈরি করা হবে। সেটি অনুসরণ করে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে ।


মূল্যায়ন কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, মূল্যায়ন যদি ‘ফেস টু ফেস’ করা সম্ভব হয় তবে সেটা এক রকম হবে, তা সম্ভব না হলে যতটুকু ক্লাস করা হয়েছে তার ওপর ভিত্তি করে হবে।

অধ্যাপক হক বলেন, এখনো সুনির্দিষ্ট কোনো পদ্ধতি আমরা নিশ্চিত করতে পারছি না, পরিস্থিতি ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে। অটো প্রমোশন বলে কিছু নেই, সবকিছু হবে মূল্যায়নের ভিত্তিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

Back to top button