ডেভিড ওয়ার্নার-ঋদ্ধিমান শাহর দৃঢ়তায় শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ানসকে ১০ উইকেটে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রবাদ।
মুম্বাইয়ের ৮ উইকেটে করা ১৪৯ রানের জবাবে ১০ উইকেট আর ১৭ বল আগেই লক্ষ্যে পৌঁছায় হায়দ্রবাদ। শুরুতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ফিরলেও ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলেন ডি কক। পরে সুরিয়াকুমার যাদব-ইশান কিশাণ গড়েন ৪২ রানের জুটি। যাদব ৩৬ আর ঈশান ৩৩ রানে ফিরলে বড় স্কোরের স্বপ্নভঙ্গ হয় মুম্বাই ইন্ডিয়ানসের। শেষ দিকে কাইরন পোলার্ডের ২৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বাই।
জবাব দিতে নেমে মুদ্রার উল্টোপিঠ দেখায় সানরাইজার্স হায়দ্রাবাদ। আক্রমণাত্মক ক্রিকেটে প্রতিপক্ষকে পাত্তাই দেননি ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান। ওয়ার্নার ৮৫ আর ৫৮ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান।
হায়েদ্রাবাদের জয়ের মধ্য দিয়ে প্লে-অফে খেলার স্বপ্ন ভঙ্গ হলো কলকাতা নাইট রাইডার্সের। সমান সংখ্যক পয়েন্ট হলেও কলকাতা থেকে ভালো নেট রানরেট থাকায় চতুর্থ দল হিসেবে মরুর বুকে আইপিএলের প্লে-অফের শেষ দল হিসেবে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর।
আগামী ৬ নভেম্বর আবুধাবিতে এলিমিনেটরে হায়দরাবাদ খেলবে পয়েন্ট টেবিলের চতুর্থ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তার আগের দিন অর্থাৎ ৫ নভেম্বর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই।