ক্রিকেটখেলাধুলা

ফাইনালে প্রথমবার হারের পর যে বার্তা দিলেন মাশরাফি

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় মাশরাফি বিন মর্তুজাকে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের ইতিহাসেও সবচেয়ে সফল অধিনায়ক তিনি। বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ফাইনালে হারের আগে আরও চারবার শিরোপার লড়াইয়ে নেমেছিলেন। তার সবকটিতেই তিনি জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে নবম আসরের ফাইনালটা আর পক্ষে আসেনি মাশরাফির।

সিলেটকে শিরোপা জেতাতে না পারলেও ফ্র্যাঞ্চাইজিটিকে সর্বোচ্চ সাফল্য দিয়েছেন ম্যাশ। সিলেটের যে কোনো ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এবারই সেরা সাফল্য পেয়েছে তারা। প্রথমবারের মতো ফাইনালে খেলেছে। যদিও তারকাবহুল কুমিল্লার কাছে প্রথম শিরোপাজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে।

এদিকে, এতদিন ফাইনালে না হারার রেকর্ডটাও খোয়া গেছে মাশরাফির। এবারের আগে চার বার ফাইনালে খেলে প্রতিবারই শেষ হাসি হেসেছেন। দুই বার ঢাকা, একবার করে রংপুর ও কুমিল্লাকে কাপ জিতিয়েছেন। এবার সিলেটকে পারলেন না।

বৃহস্পতিবার রোমাঞ্চ ছড়ানো ফাইনালে ইমরুল কায়েসের কুমিল্লার কাছে হেরে গেছে মাশরাফির সিলেট। এমন হারের পরও দল নিয়ে গর্বিত মাশরাফি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন বার্তা। এক পোস্টে তিনি লিখেছেন, আল্লাহ মহান। ওয়েলডান বয়েজ। তোমরা যা করেছো তার জন্য আমি গর্বিত পুরো দল গর্বিত।

টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ধন্যবাদ সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান এবং ডিরেক্টরদের আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য। ধন্যবাদ কোচিং স্টাফসহ পুরো ম্যানেজমেন্টকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। ধন্যবাদ প্রাপ্য অবশ্যই আমাদের পরিবারের সবাইকে,যেভাবে তারা আমাদের সাপোর্ট করেছে। বিগত দেড় মাস যেভাবে একসঙ্গে সময় কাটিয়েছি খুব মিস করবো সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে আবার,আড্ডা হবে চুটিয়ে।

বিপিএলের ফাইনাল চলাকালেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফির সিলেট থেকে দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। এ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় দলে যারা সুযোগ পেয়েছে তাদের জন্য শুভকামনা। এই অভিজ্ঞতা নিশ্চয়ই তারা কাজে লাগাবে। আর যারা অনান্য জায়গায় খেলবে আশা করি তারাও মেলে ধরবে তাদের নিজেদেরকে।

টানা দ্বিতীয় ও বিপিএল ইতিহাসে চতুর্থ শিরোপা জেতা কুমিল্লাকেও অভিনন্দন জানিয়েছেন ম্যাশ। বলেন, অসাধারণ সিলেট স্ট্রাইকার্স। অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eight =

Back to top button