যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন গত শুক্রবার। এরপর করোনা পরীক্ষায় এসেছে নেগেটিভ ফল। সোমবার মিরপুরে এলেও ফিটনেস পরীক্ষা দেওয়া হয়নি সেদিন। অবশেষে আজ সেটি দিলেন, ১৩.৭ পয়েন্ট পেয়ে বিপ টেস্টে এবারের সর্বোচ্চ স্কোর গড়েছেন সাকিব আল হাসান।
দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। এত লম্বা সময় বাইরে থাকার পরও ফিটনেসে ঘাটতি দেখা দেয়নি তাঁর।
৩৭৬ দিন গত সোমবার মিরপুর শেরেবাংলায় পা রাখেন সাকিব। সেদিন আর ফিটনেস টেস্ট হয়নি তাঁর। আজ বুধবার সকালে ফিটনেস পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষায় সবার জন্য ন্যূনতম ১১ নম্বর ধরে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সাকিব পেলেন ১৩.৭, যেটা গত দুদিন ধরে পরীক্ষা দেওয়া যেকোনো ক্রিকেটারের চেয়ে বেশি। পরীক্ষায় ১৩ নম্বরের উপরে পেয়েছেন হাতেগোনা কয়েক জন ক্রিকেটার।
সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর পেয়েছেন মেহেদী হাসান (১৩.৬)। প্রথম দিনের পরীক্ষায় বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান ১৩.৪ পেয়ে তৃতীয় হয়েছেন। এ ছাড়া সমান ১৩ করে পেয়েছেন রবিউল ইসলাম ও পিনাক ঘোষ।
দীর্ঘদিন ক্রিকেটে না থাকায় সাকিবের ফিটনেস নিয়ে চিন্তিত ছিল বিসিবি। কিন্তু মাঠে ফেরার আগে বিপ টেস্টে সর্বোচ্চ নম্বর পেয়ে সবাইকে চমকে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার মাঠের পারফরম্যান্সে সবাইকে চমকে দেওয়ার অপেক্ষা তাঁর।
২০১৯ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করায় দুই বছরের জন্য তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে। সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ।
নিষেধাজ্ঞায় থাকাকালীন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন সাকিব। দুই কন্যা আর পরিবারের সঙ্গে সময় কেটেছে তাঁর। নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার জন্য গত সপ্তাহে দেশে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার।
শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরবেন বলে মাঝে একবার দেশে ফিরেছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে বিকেএসপির মাঠে নিবিড় অনুশীলনও করেন বাংলাদেশের বিশ্ব তারকা। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব। কিন্তু এবার আর অপেক্ষা নয়। সবকিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার।