BreakingLead Newsআন্তর্জাতিক

ফিলিস্তিনিদের সমর্থন জানাতে গুগলকর্মীদের আহ্বান

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বোমাবর্ষণের নিন্দা এবং ফিলিস্তিনিদের সমর্থন জানাতে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির একদল ইহুদি কর্মী।

প্রযুক্তিবিষয়ক সংবাদ পোর্টাল দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, এক অভ্যন্তরীণ চিঠিতে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে প্রকাশ্যে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিতে বলেছেন ওই কর্মীরা। সেখানে ইসরায়েলি সেনাদের কারণে ফিলিস্তিনিদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টির সরাসরি উল্লেখ থাকতে হবে বলেও জানিয়েছেন তাঁরা। এখন পর্যন্ত সে চিঠিতে ২৫০ জন কর্মী স্বাক্ষর করেছেন।

‘জিউশ ডায়াস্পোরা ইন টেক’ নামের কর্মীদের ওই সংগঠন খুব বেশি দিনের নয়। গুগলে ইহুদি কর্মীদের মূল সংগঠনের নাম ‘জিউগলার্স’। তবে সব সময় ইসরায়েলের সমর্থন জানানোয় সেটি থেকে বেরিয়ে এসে জিউশ ডায়াস্পোরা গঠন করেন তাঁরা।

বিবৃতির পাশাপাশি চিঠিতে ফিলিস্তিনি গুগলকর্মীদের কথা শোনা, হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য তহবিল প্রদান, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যেকোনো ধরনের চুক্তি বাতিল করার আহ্বান জানানো হয়েছে। সুন্দর পিচাই ও গুগলের নির্বাহীদের প্রতি লেখা মূল চিঠির একটি কপি পাওয়া যাবে এখানে।

জিউশ ডায়াস্পোরা ইন টেকের সদস্যরা দ্য ভার্জকে বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার নিন্দা জানিয়ে জিউগলার্স নামের সংগঠনটি বিবৃতি প্রকাশ করতে পারেনি বলেই চিঠিটি লিখেছেন তাঁরা।

গাজায় ইসরায়েলি হামলায় আজ বুধবার পর্যন্ত ৬৩ শিশুসহ কমপক্ষে ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বহু স্থাপনা ধ্বংসের পাশাপাশি অনেকে বাস্তুচ্যুতও হয়েছেন। অন্যদিকে গাজা থেকে কয়েক হাজার রকেট ছোড়া হয় ইসরায়েলে। রকেট হামলায় ২ শিশুসহ কমপক্ষে ১২ ইসরায়েলি নিহত হওয়ার খবর জানিয়েছে আল–জাজিরা।

সূত্র: আল–জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 7 =

Back to top button