ফুটবলকে এগিয়ে নিতে চাইঃ মানিক
দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদ প্রার্থী আতাউর রহমান মানিক।
কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচনী লড়াইয়ে নামা দেশের বিশিষ্ঠ ব্যবসায়ী মানিক বলেন-পরিবর্তন নয়, দেশের ফুটবলরেক এগিয়ে নিতে চাই বহুদূর। আধুনিক জিমনেশিয়াম থেকে শুরু করে কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরির ইচ্ছে আছে।
দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল জিততে পারে, তাহলে এই কাজগুলো দ্রুত করবো। ফুটবল কমপ্লায়েন্স স্টেডিয়াম করার জন্য ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রথম আবেদনই থাকবে এটা। নিজের নির্বাচনী ভাবনা নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন মানিক।
এবার বাফুফে নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটো প্যানেল প্রকাশ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে।
একটি কাজী সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যটি শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ।