ফেরিঘাটে আটকে পড়াদের ফেরানোর ব্যবস্থা করবে পুলিশ
ঈদে ঘরমুখো মানুষের ফেরিঘাটে ঢল ঠেকাতে গত সোমবার (১৮ মে) দুপুরেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ঘাটেই আটকা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি বলেছেন, ‘প্রয়োজনে পুলিশ তাদের ফেরার ব্যবস্থা করবে বলে।’
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে ঘরে ফেরা মানুষদের প্রতি এ আহ্বান জানান আইজিপি।
পুলিশ প্রধান বলেন, ‘এই মুহূর্তে ফেরিঘাটে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। এরমধ্যেও অনেকে ফেরিঘাটে ভিড় করছেন। নানা চোরাই পথে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছেন। আমরা নৌ-পুলিশকে বলেছি, এগুলো প্রতিহত করতে। যারা ফেরিঘাটে চলে গেছেন, তাদের বলবো ফিরে আসুন। প্রয়োজনে আপনাদের ফিরে আসার ব্যবস্থা পুলিশ করবে।’
তিনি আরও বলেন, ‘এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ২৩টি জেলা করোনামুক্ত ছিল। কিন্তু যখনই লোকজন চলাচল বাড়িয়ে দিল, তখনই দেশজুড়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যেখানে যেখানে চেকপোস্ট, থেমে যান, ফিরে আসুন, দয়া করে আপনি যেখানে আছেন, সেখানেই থাকেন।’
আইজিপি বলেন, ‘ঈদের নামাজ খোলা জায়গায় নয়, মসজিদে পড়ুন। যতটা সম্ভব কম সময় থাকুন। বাসা থেকে সুরক্ষার সব প্রস্তুতি নিয়ে যাবেন। আর দয়া করে ঈদের দিন কেউ এখানে সেখানে ঘুরতে যাবেন না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি রয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘আমরা নিয়মিত নজরদারি করছি। কেউ যদি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশবিরোধী প্রচারণা চালায়, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’