আন্তর্জাতিক

ফেসবুক, জুম, স্কাইপি ব্যবহারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ফেসবুক ও মাইক্রোসফটের তৈরি অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষায়িত কোম্পানি রোস্টেক।

রুশ সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত রোস্টেকের কোনো কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে প্রতিরক্ষা বিভাগের সাথে জড়িত কোনও ব্যক্তি যুক্তরাষ্ট্রের তৈরি জুম, স্কাইপে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না।

রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোস্টেকের অধীনে একশ’র বেশি কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠান বিমান, ট্যাঙ্ক, সমরাস্ত্র এবং রেডিও প্রযুক্তি থেকে শুরু করে যানবাহনও তৈরি করে থাকে। এরমধ্যে কালাশনিকভ কনসার্ন অস্ত্র তৈরির জন্য সারাবিশ্বে জনপ্রিয়।

রোস্টেকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কর্মকর্তাদের ব্যবহৃত ল্যাপটপ এবং কম্পিউটারে যেকোনো বিদেশি মেসেজিং অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

করোনা মহামারির কারণে বিশ্বের প্রায় সব দেশেই ঘরে বসে কাজ করছেন অধিকাংশ সরকারি কর্মকর্তা। এজন্য বেড়েছে প্রযুক্তির ব্যবহার। রাশিয়ার তার ব্যতিক্রম নয়।

রুশ গণমাধ্যম আরবিকে এক প্রতিবেদনে বলা হয়ে, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের মেসেজিং অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিভিন্ন রুশ প্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =

Back to top button