ফ্যাশনব্রান্ড সেলাই এর একযুগ পূর্তিতে উইন্টার সেল
লাইফস্টাইল ফ্যাশনব্রান্ড সেলাই এর একযুগ পূর্তিতে বনানীতে প্রতিষ্ঠানটির সিগনেচার আউটলেটে আগামী ১০-১২ই ডিসেম্বর তিনদিনব্যাপী “Shelai Winter Sale 2020” এর আয়োজন করা হচ্ছে।
দেশীয় এই লাইফস্টাইল ব্রান্ডটি প্রতিষ্ঠার পর থেকেই ফ্যাশনপ্রিয় নারীদের অন্যতম প্রিয় নামে পরিনত হতে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটির দুপুর ২ টা ৪৫ মিনিটের লাইভ সারাদেশের নারীদের দৃষ্টি কেড়েছে দীর্ঘসময় জুড়ে।
এবার বারো বছর পূর্তির আয়োজনে প্রতিষ্ঠানটি বাড়তি কলবরে এবারের আয়োজনটি করতে যাচ্ছে। সেলাই উইন্টার সেল ২০২০ এ থাকবে আন্তর্জাতিক লাইফস্টাইল ফ্যাশন ব্রান্ড গুল আহমেদ এর প্যাভিলিয়ন, তার্কিশ ব্রান্ড ডিপফ্রেশের স্টলে থাকবে ১৫% পর্যন্ত নানা পণ্যে ছাড়, দেশীয় বি২বি হোলসেইল মার্কেটপ্লেস সদাগর.কম এর স্টলে পাবেন দেশবিদেশের বড় বড় সব ব্রান্ডের পণ্য পাইকারী দামে কেনার সুযোগ, ফ্যাশনব্রান্ড কাভারগার্লের স্টলের ফুটওয়্যারে পাবেন ৭০% পর্যন্ত ছাড়, শিশুদের পণ্য পাবেন “জুনিয়র” এর স্টলে আর অনেকগুলো স্টলেই মিলবে শীতের শাল, পোশাক, বাহারী ডিজাইনের জ্যাকেট, আয়োজনে বাদ যাবেনা খাবারও।
শীতের পিঠা ছাড়াও নানা ধরণের পিঠা থাকবে খাবারের স্টলে আর সবচেয়ে বড় চমকটা দিচ্ছেন আয়োজক প্রতিষ্ঠান সেলাই কর্তৃপক্ষ! সেলাই এর সবধরণের পণ্যেই থাকবে কমবেশী ছাড়৷
সেলাই স্বত্বাধিকারী রুবাবা আকতার বলেন, “১২ বছর একটা বড় সময়। আমাদের এই ব্রান্ডকে মানুষ গ্রহন করেছে সেটা অনেক পরিতৃপ্তির। আমরা এবার যুগপূর্তির আয়োজনজুড়ে ঢাকা বাসীকে চাই, আমি তিনদিনই আউটলেটে আপনাদের সেলাই আপু হিসেবে আপ্যায়নে থাকবো।”