Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

ফ্রান্সে স্বস্তির বাতাস, মৃতের সংখ্যা অনেক কমেছে

ফ্রান্স জানিয়েছে, দেশটিতে রোববার করোনাভাইরাসে মৃতের সংখ্যা অনেক কমেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় মহামারি কোভিড-১৯ ভাইরাসে নতুন করে ২৪২ জন প্রাণ হারিয়েছে। মৃতের এ সংখ্যা আগের দিনের তুলনায় এক তৃতীয়াংশেরও বেশি কম, খবর এএফপি।

ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, মার্চে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ২২ হাজার ৮৫৬ জনে দাঁড়াল।

তারা আরো জানায়, গত পাঁচ সপ্তাহের মধ্যে প্রতিদিনের হিসাবে ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর এ সংখ্যা ছিল সবচেয়ে কম। এদিন হাসপাতালে করোনায় ১৫২ জনের মৃত্যু হয়। এদিকে বিভিন্ন বৃদ্ধনিবাস ও নার্সিং হোমে ৯০ জন মারা গেছে।

আইসিইউতে কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারানো রোগীর সংখ্যা সামান্য কমে চার হাজার ৬৮২ জনে দাঁড়িয়েছে। তবে কর্মকর্তারা জানান, অন্যান্য জটিলতায় ভোগা গুরুতর রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা উদ্বিগ্ন।

রোববার ফ্রান্সের আইসিইউতে সাত হাজার ৫৫৩ জনের বেশি রোগী ভর্তি ছিল। মহামারি ছড়িয়ে পড়ার আগে দেশটির মোট সক্ষমতার চেয়ে এ সংখ্যা ৫০ শতাংশের বেশি। ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে ২৮ হাজার ২১৭ জনকে করোনা ভাইরাসের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে চাপের মুখে থাকায় প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ মঙ্গলবার পার্লামেন্টে লকডাউন পরিসমাপ্তির ব্যাপারে তার কৌশল ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eight =

Back to top button