ফ্রান্সের প্রেসিডেন্টের মানসিক চিকিৎসা প্রয়োজন: এরদোয়ান
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ‘মানসিক স্বাস্থ্য পরীক্ষা’ করানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
“ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” প্রশ্ন রেখে এরদোয়ান বলেন, এই মুহুর্তে তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দরকার নাহলে তিনি মানবতার আরও ক্ষতি করে বসবেন।
এরদোয়ান বলেন, ”একজন রাষ্ট্রনায়ককে এর চেয়ে বেশি কী বলা যায়, যিনি বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি বোঝেন না এবং তার দেশে বসবাসরত ভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষের সঙ্গে এই আচরণ করেন”
এরদোয়ানের এমন মন্তব্যের জেরে ফ্রান্সে অবস্থানরত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে সে দেশের সরকার।
প্রসঙ্গত, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ফ্রান্সের এক স্কুলের ক্লাসে কার্টুন দেখানোয় এক ফরাসি শিক্ষককে হত্যা করার প্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুতে বিষয়টি নিয়ে মন্তব্য করেন ম্যাকরন।
তিনি বলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না। ইসলামের নবীর ছবি বা প্রতিকৃতি তৈরি করা মুসলিমদের ধর্মানুভূতিতে গুরুতর আঘাত হতে পারে, কিন্তু ফরাসি জাতীয়তাবাদের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে ধর্মনিরপেক্ষতার ধারণাটি।’