ফ্রেশারদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে গুড নেইবারস বাংলাদেশ
পড়াশোনা শেষ করার পরেও কাজের অভিজ্ঞতার অভাবে চাকরি পেতে হিমশিম খেতে হয় । আর ফ্রেশারদের সচারচর চাকরিতে নিয়োগও দিতে চায় না কোম্পানিগুলো ।
তাই ফ্রেশারদের ইন্টার্নশিপের মাধ্যেমে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে বয়স হতে হবে অনূর্ধ্ব ২৮ বছর।
ইন্টার্নরা ৬ থেকে ১২ মাস পর্যন্ত গুড নেইবারস বাংলাদেশের সাথে কাজের সুযোগ পাবেন। প্রতিদিন ৬ ঘন্টা করে সপ্তাহে ৫ দিন (রবি থেকে বৃহস্পতি) কাজ করতে হবে। ইন্টার্নশিপ চলাকালীন খাওয়া ও যাতায়াত ভাতা বাবদ প্রতি মাসে ৮০০০ টাকা দেয়া হবে। ইন্টার্নশিপ শেষে মিলবে সনদপত্র। পারফরমেন্স ভালো হলে চাকরি পাওয়ার সুযোগও রয়েছে। স্যোশিওলজি, ডেভলাপমেন্ট স্টাডিজ, এনথ্রপোলজি, ইকোনোমিক্স, স্যোশাল ওয়ার্কস, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ ও ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ুয়াদের জন্য এই ইন্টার্নশিপ পরবর্তীতে চাকরি পেতে খুব সহায়ক হবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। আবেদনের ফরম্যাট পাওয়া যাবে এই লিংকে। সঠিকভাবে পূরণ করে আবেদনপত্র ইমেইল করতে হবে hrd@gnbangla.org ঠিকানায়। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।