ফ্লাইট বাতিল করল টার্কিশ এয়ারলাইনস
১৫ জুলাই পর্যন্ত ঢাকা-ইস্তাম্বুল রুটে ফ্লাইট সাময়িক বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। আগে এই সময়সীমা ছিল ৩ থেকে ৭ জুলাই। মঙ্গলবার আবার তা আরো বাড়ানোর ঘোষণা দেয় তুরুস্কের বিমান সংস্থাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমান সংস্থটি জানায়, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তুরস্ক ও দেশটির পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইনস। সাম্প্রতিক সময়ে সংক্রমণের পরিধি নিয়ন্ত্রণে আসতে থাকা দেশগুলোয় ফের বিমান চলাচলের পরিকল্পনা গ্রহণ করে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ। কিন্তু তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের করোনা পরিস্থিতির আকস্মিকতার পুনর্বিবেচনায় চলতি সপ্তাহে যাত্রী পরিবহনে সাময়িক বিরতি প্রদানের নতুন নির্দেশনা দেওয়া হয়।
এতে ৭ জুলাইর ফ্লাইট TK 712/3 সাময়িক সময়ের জন্য বাতিল ঘোষণা করা হয়। এসব ফ্লাইটের যাত্রীদের পরবর্তী ফ্লাইটগুলোয় তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করবে টার্কিশ এয়ারলাইনস ঢাকা অফিস। এ জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রীরা প্রশ্ন ও রিফান্ড আবেদন ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে ও info@aeromate.com.bd ঠিকানায় ই-মেইল পাঠানোর মাধ্যমে জানতে পারবেন।
১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল উন্মুক্ত করার পর তুরস্কভিত্তিক এই বিমান সংস্থা বাংলাদেশে বিমান চলাচলের অনুমতি প্রার্থনা করে আবেদন করে। অনুমতি না পেয়েও ১ জুলাই থেকে শুরু করে টিকিট বিক্রি। শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় ১ থেকে ৬ জুন পর্যন্ত বিক্রিত সকল টিকিট বাতিল ঘোষণা করে।