Lead Newsজাতীয়

বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। এ চার খুনি হলেন- শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী। তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের খেতাব দেয়া হয়েছিল।

এদিকে এই চার খুনির খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে জাতির পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ৪ আসামির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাশ।

আবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গেজেটে দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর পলাতক ৬ খুনির অন্যতম নূর চৌধুরীর নামের সঙ্গে ‘বীর বিক্রম’, শরিফুল হক ডালিমের নামের সঙ্গে ‘বীর উত্তম’, রাশেদ চৌধুরীর নামের সঙ্গে ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন খানের নামের সঙ্গে ‘বীর প্রতীক’ উপাধি রয়েছে।

২০১৫ সালের ১১ আগস্ট ওই তালিকা সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল। অথচ ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই ৪ জনসহ মোট ১৫ জনকে মৃতুদণ্ড দেন ঢাকার দায়রা জজ আদালত। এরপর ২০০৯ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ সেই মামলার চূড়ান্ত রায় দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =

Back to top button