জাতীয়
বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১০০ ডাকটিকেটসম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ১০০ স্মারক ডাক টিকেটসম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
এই সময়, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকেটগুলো দেখে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী স্মারক সাক্ষর করেন।
মোড়ক উন্মোচনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র এসময় উপস্থিত ছিলেন।