অপরাধ ও দূর্ঘটনা

বরগুনায় গণঅনশনে পুলিশের লাঠিচার্জ, আটক ৬

বরগুনায় জেলা যুবদলের গণঅনশন কর্মসূচীতে পুলিশ লাঠিচার্জ করেছেন। পুলিশের অতর্কিত হামলায় পর গণঅনশন ছত্রভঙ্গ হয়ে যায়। এতে অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকাল ১১ টায় জেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ ছয় জন নেতাকর্মীকে পুলিশ আট করেছেন।

আটককৃতরা হলেন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান সোহাগসহ ছয়জন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, শহরে রাস্তা আটকিয়ে কর্মসূচী পালন করলে প্রথমে তাদের সড়ে যেতে বল হয়, তখন তারা পুলিশের কাজে বাধা দেয়ায় তাদের মধ্যে ছয় জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Back to top button