বলিউডে ফের ইন্দ্রপতন। বুধবার ইরফান খানের প্রয়াণের পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুর।
তাঁর মৃত্যুর খবর ট্যুইট করে জানান অমিতাভ বচ্চন। প্রিয় বন্ধুর মৃত্যুতে শোকাহত বিগ বি লেখেন তিনিও শেষ হয়ে গেলেন, খবর এই সময়।
দীর্ঘ সময় ধরে ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। প্রায় দেড় বছর নিউ ইয়র্কে থেকে চিকিত্সা করিয়েছেন। খানিক সুস্থ হতেই দেশে ফিরে এসে যোগ দিয়েছিলেন কাজে।
কিন্তু বুধবার আচমকাই শারীরিক অবস্থান অবনতি হলে তাঁকে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করতে হয়।