Lead Newsজাতীয়

বাংলাদেশ এখন মালয়েশিয়ার কাতারে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা দরিদ্রতম দেশের মানুষ ছিলাম, আমাদেরকে মিসকিন বলা হতো। সেই অভিশাপ থেকে গত ২৬শে ফেব্রুয়ারি মুক্ত হলাম। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করছে। বাংলাদেশ এখন মালয়েশিয়ার সঙ্গে একই কাতারে। এটা আমাদের জন্য গর্বের।

মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষের ভৌগলিক স্বাধীনতা, রাজনৈতিক মুক্তি এবং একটি ভূখন্ড। বঙ্গবন্ধু কখনো নীতির সঙ্গে আপস করেননি। একটি মানচিত্র দিয়ে গেছেন তিনি। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য জীবন উৎসর্গ করে গেছেন।

মন্ত্রী বলেন, শুধুমাত্র একটি ম্যুরাল, একটি মুজিব কর্নার করে দায়িত্ব শেষ হবে না। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে ভালো বই রাখতে হবে। সময় পেলে মানুষজন যাতে বসে বসে বই পড়ে সেই ব্যবস্থা রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

Back to top button