তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ থেকে রিয়েলমি সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ শুরু

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আগামী ২১ সেপ্টেম্বর তাদের সি সিরিজের প্রথম মিড লেভেল স্মার্টফোন রিয়েলমি ‘সি সেভেন্টিন’ বিশ্বব্যপী লঞ্চ করছে। সি সিরিজের মিড লেভেল প্রিমিয়াম স্মার্টফোন সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ বাংলাদেশ থেকে শুরু হচ্ছে। রিয়েলমি সি সেভেন্টিনে থাকছে ৯০ হার্টজের আলট্রা স্মুথ ডিসপ্লে। রিয়েলমি সি সিরিজের প্রথম মিড-লেভেল স্মার্টফোন রিয়েলমি সি সেভেন্টিন।

বর্তমানে সি সিরিজের বিশ্বব্যাপী ব্যবহারকারী সংখ্যা ১.৩২ কোটি ছাড়িয়েছে। ফ্ল্যাগশিপ ফিচার সম্পন্ন নতুন ফোনটি আকর্ষণীয় মূল্যে লঞ্চ করা হবে। স্মার্টফোনটিতে ৯০ হার্টজ আলট্রা স্মুথ ডিসপ্লের পাশাপাশি ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট।

নতুন এই স্মার্টফোনটিতে থাকছে ৬ ইঞ্চি থেকেও বড় ডিসপ্লে, যার মাঝেই সুন্দরভাবে ফ্রন্ট ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফোনটিতে ডিসপ্লেতে থাকছে রিফ্রেশ রেট, শক্তিশালী ব্যাটারি সঙ্গে ফার্স্ট চার্জ। ফোনটিতে এআই কোয়াড ক্যামেরা দিয়ে নিখুঁত ডিটেইলে ও বিভিন্ন মোডে অনন্য সব ছবি তোলা যাবে। এআই ফ্রন্ট ক্যামেরায় থাকবে এআই বিউটি মোড, যাতে তোলা যাবে ঝকঝকে সেলফি। তাছাড়া, উভয় ক্যামেরাতেই ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে। 

এ প্রসঙ্গে রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও বলেন, বাংলাদেশ বর্তমানে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার এবং এখানে আমরা আমাদের পণ্যের চাহিদার ক্রমাগত বৃদ্ধি লক্ষ্য করেছি। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের আগের স্মার্টফোনগুলো যে পরিমাণ ভালোবাসা পেয়েছে রিয়েলমি সি সেভেন্টিনও একই পরিমাণ ভালোবাসা পাবে।

মাত্র দুই বছর আগে স্মার্টফোনের বাজারে আবির্ভাবের পর রিয়েলমি দ্রুততার সঙ্গে প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য একটি আইকনিক ব্র্যান্ড হয়ে উঠেছে। এরপর থেকে আকর্ষণীয় মূল্যে রিয়েলমি শক্তিশালী স্মার্টফোন এবং নানান এআইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে। বহুমুখী ডিভাইসের এনে রিয়েলমি বর্তমানে ৬১টি বাজারে পৌঁছেছে এবং বিশ্বব্যাপী সাড়ে ৪ কোটি ব্যবহারকারীর হাতে চলে গেছে। সবার প্রত্যাশার থেকেও উন্নতমানের উদ্ভাবনী সব পণ্য বাজারে আনার প্রতিশ্রুতি দিয়ে রিয়েলমি প্রতি বছরে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রায় পৌঁছতে বদ্ধপরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + four =

Back to top button