বাংলাদেশ ব্যাংক-বিএসইসির শেয়ারবাজার নিয়ে বৈঠক মঙ্গলবার
শেয়ারবাজারের সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৈঠকে বসছে আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকের বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ বলেন, আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের একটি বৈঠক রয়েছে।
তিনি বলেন, বৈঠকে শেয়ারবাজারের বর্তমান অবস্থা, শেয়ারবাজারের জন্য গঠিত বিশেষ তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিভিডেন্ড জমা, পুঁঞ্জিভূত লোকসান থাকলে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়া ও বন্ডের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হবে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সাম্প্রতিককালে কিছু দূরত্ব ও মতপার্থক্য তৈরি হয়েছে। যে কারণে শেয়ারবাজারে হঠাৎ করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এরফলে বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা সৃষ্টি হয়েছে এবং বাজারও টানা পতনে রয়েছে।
তাঁরা বলছেন, বৈঠকে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সৃষ্ট দূরত্ব ও জটিলতা নিরসনের পথ তৈরি হবে। যা বাজারের জন্য ইতিবাচক হবে।