Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

বাংলাদেশসহ বিভিন্ন দেশে ৫ কোটি ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে সাড়ে ৫ কোটি ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির হাতে থাকা করোনাভাইরাসের এসব টিকা বিভিন্ন দেশে পাঠানোর একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

সাড়ে পাঁচ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে পাঠাবে, তার মধ্যে ৪ কোটি ১০ লাখ ডোজ দেওয়া হবে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এমনটিই জানিয়েছে হোয়াই হাউজ।

এর মধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা যাবে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়া অঞ্চলের বিভিন্ন দেশে। ১ কোটি ৬০ লাখ ডোজ এশিয়া এবং ১ কোটি ডোজ পাবে আফ্রিকার বিভিন্ন দেশ।

বাকি ১ কোটি ৪০ লাখ ডোজ পাঠানো হবে আঞ্চলিক গুরুত্বের বিবেচনায়। ওই অংশ থেকে কলম্বিয়া, আর্জেন্টিনা, ইরাক, ইউক্রেইন, ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে টিকা যাবে।

এই সাড়ে পাঁচ কোটি ডোজ টিকার মধ্যে থাকবে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার টিকাও ওই তালিকায় যুক্ত করা হবে।
বিশ্বকে দেওয়ার মত প্রচুর টিকা আমাদের হাতে আছে, কিন্তু সেই টিকা পাঠানোর কাজটি বিরাট একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।

তিনি বলেন, কেবল টিকা পাঠিয়ে দিলেই হবে না, এর ব্যবহারবিধি ও সতর্কতামূলক বিষয়গুলো জানাতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় যথাযথভাবে সংরক্ষণের বিষয়টিও নিশ্চিত করতে হবে। কখনও কখনও ভাষার পার্থক্যও একটি বড় বাধা হয়ে দাঁড়ায়।

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায়, যুক্তরাষ্ট্র তখন কেবল বিপুল পরিমাণ ভ্যাকসিনই মজুদ করেনি, কাঁচামাল ও সরঞ্জামেরও বড় মজুদ গড়েছে। সে কারণে যুক্তরাষ্ট্রের ওপর চাপ ছিল, তাদের হাতে থাকা অব্যবহৃত টিকা যেন তারা সেসব দেশকে দেয়, যারা এখনও সেভাবে টিকার ব্যবস্থা করতে পারেনি।

প্রেসিডেন্ট জো বাইডেন এমন পরিস্থিতিতে যাদের জরুরি ভিত্তিতে টিকা প্রয়োজন, সেসব দেশকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৮ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের ৩১ কোটি ৮১ লাখ নাগরিককে টিকা দিয়ে ফেলায় হোয়াইট হাউস এখন তাদের হাতে থাকা বাড়তি টিকা অন্য দেশকে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Back to top button