করোনাভাইরাসপ্রবাস

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল ইতালি

ইউরোপের দেশ ইতালিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় পাঁচ লাখ ৬০ হাজার অভিবাসীকে বৈধতা দিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনা মহামারির ফলে সৃষ্ট কর্মী সংকট পূরণে মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সেখানে থাকা কয়েক হাজার অবৈধ বাংলাদেশিও সুবিধা পাবে।

গত বুধবার ইতালি সরকার পার্লামেন্টে বিলটি পাস করে। দীর্ঘ ৮ বছর পর অবৈধ অভিবাসীদের বৈধকরণে সরকারের এমন সিদ্ধান্ত নিল। এসব অবৈধ বসবাসকারীরা আগামী ছয় মাস ইতালিতে বসবাস ও কাজ করার সুযোগ পাবে, খবর আলজাজিরা।

আগামী পয়লা জুন থেকে টানা ৪৫ দিন চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। কৃষি, মৎস, পশুপালন, বন- বিভাগ, বাসাবাড়ির কাজ, বৃদ্ধদের সেবা দানের সঙ্গে যারা এতদিন যুক্ত ছিলেন, তারা বৈধতার আওতায় আসবেন। কর্মীরা যার অধীনে কাজ করছেন, তাকে ৪০০ ইউরো জমা দিয়ে বৈধকরণের জন্য আবেদন করতে হবে।

এছাড়া বৈধতা হারানো কর্মীরাও ১৬০ ইউরো জমা দিয়ে আবারো বৈধতার জন্য আবেদন করতে পারবেন। ওই সব কর্মীকে সরকার ৬ মাসের স্টে পারমিট দেবে।

এরই মধ্যে তাদের কাজ খুঁজে নিতে হবে। এরপর স্বাভাবিক বৈধতা লাভ করবেন তারা।। ইতালি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nine =

Back to top button