বাংলাদেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫২ জন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৫২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ৭৯০ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২ মে বাংলাদেশের স্বাস্থ্য অধদপ্তর প্রতিষ্ঠা হয়। করোনা মোকাবেলায় স্বএস্থ্য অধিদপ্তর কাজ করবে এবং প্রতিহত করতে সফল হবে এই আশা ব্যক্ত করেন তিনি।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৯৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ জনের। এ পর্যন্ত দেশে করোনা শনাক্তকরণে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬ টি। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন পুরুষ ও দুই জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা।
তিনি আরও বলেন, নমুনা সংগ্রহের হার বেড়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ। পরীক্ষা বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৬৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩২ জন।
সারা দেশে মোট ৩১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
একনজরে বাংলাদেশে করোনার সর্বশেষঃ
২৪ ঘন্টায় টেস্টঃ ৫৮২৭
নতুন আক্রান্তঃ ৫৫২ (মোট আক্রান্তঃ ৮৭৯০)
গত ২৪ ঘণ্টায় মৃত্যুঃ ০৫ (মোট মৃত্যুঃ ১৭৫)
গত ২৪ ঘণ্টায় সুস্থঃ ৩ (মোট সুস্থঃ ১৭৭)
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৪ লাখ ২ হাজার ১৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৩৯ হাজার ৬২২ জনের।