বাংলাদেশে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব
এবার বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন করে পূর্ব-দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, বাড়াতে চায় অন্যান্য বিনিয়োগ।
মুসলিমপ্রধান বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচিত এক সেমিনারে দেশটির রাষ্ট্রদূত রোববার এই তথ্য জানান।
বিদেশী বিনিয়োগকারীদের জন্য বর্তমান সরকার ব্যবসার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সেমিনারে উঠে আসে দুই দেশের সম্পর্কের নানা দিক। সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন কেবল জনশক্তি রপ্তানি নয় বাংলাদেশে তেল পরিশোধনাগার কারখানা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, বাড়াতে চায় অন্যান্য বিনিয়োগও।
সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সৌদি কোম্পানি আরামকো দক্ষিণ কোরিয়ার স্যামসাং- এর বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয় নীতিগত নানা ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশী বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রবাসীদের দক্ষতা উন্নয়নের উপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারকে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত।