জাতীয়
বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন। সেইসাথে দেশটি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ।
আর রোহিঙ্গা সমস্যা সমাধানে যৌথ সহযোগিতা পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ।